নামাজ কবুল হওয়ার জন্য যেরূপ বিশুদ্ধ ঈমান এবং হৃদয়কে শির্কি ও কুফরি ধারণা ও বিশ্বাস থেকে পবিত্র রাখা আবশ্যকীয় শর্ত, তদ্রুপ নামজীর বহ্যিক দেহ ও পোশাক-পরিচ্ছদকে পবিত্র রাখাও এক আবশ্যকীয় শর্ত। যেহেতু নামাজের চাবিকাঠিই হলো পবিত্রতা। সুনানে আবু দাউদ, তিরমিজি