TAFSIR IBN KATHIR
তাফসীর ইবনে কাসীর
তাফসীর ইবনে কাসীর (Tafsir Ibn Kathir) কুরআনের সবচেয়ে বিখ্যাত এবং সম্মানিত তাফসীরগুলোর মধ্যে একটি। এটি রচনা করেছেন বিখ্যাত ইসলামিক পণ্ডিত ইবনে কাসীর (ইসমাইল ইবনে উমর ইবনে কাসীর আদ-দামিশ্কি)। তিনি ৭০১ হিজরি (১৩০১ খ্রিস্টাব্দ) সালে সিরিয়ার বুসরা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ৭৭৪ হিজরি (১৩৭৩ খ্রিস্টাব্দ) সালে দামেস্কে মৃত্যুবরণ করেন। তিনি ইসলামী ইতিহাস, হাদিস, ফিকহ, এবং তাফসীরের ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন।