সন্তানের জন্য দোয়া

সন্তানের জন্য দোয়া

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তিনটি দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোন সন্দেহ নাই।

  • মযলুম বা নির্যাতিতের দোয়া,
  • মুসাফিরের দোয়া এবং
  • সন্তানের জন্য পিতা-মাতার দোয়া (দারিমী, তিরমিযী, ইবনে মাজাহ)।

উত্তম সন্তান পেতে দোয়া

আদর্শ, সৎ, নিষ্ঠাবান বা উত্তম সন্তানের প্রত্যাশায় দোয়া; দোয়াটি হলোঃ-

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস স্ব-লিহীন।

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন। (সুরা সাফফাত: ১০০)

সন্তানের নিরাপত্তার জন্য দোয়া

পবিত্র কোরআনে এমন একটি দোয়ার উল্লেখ আছে। ইব্রাহীম আঃ তার সন্তানদের জন্য দোয়াটি করেছিলেন। দোয়াটি হলোঃ-

رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّ اجۡنُبۡنِیۡ وَ بَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ

উচ্চারণ: রাব্বিজআল হাজাল বালাদা আ-মিনাও ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন না-বুদাল আসনা-ম।

অর্থ: হে আমার পালনকর্তা! এ নগরকে নিরাপদ-শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখুন। – (

সূরা ইব্রাহীম: ৩৫)

সন্তানের কল্যাণের জন্য দোয়া

أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিঁও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

অর্থ: আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তি কামনা করছি। – সুনানে আবু দাউদ:  ৪৭৩৭

সন্তানের দীনদারির জন্য দোয়া

ইব্রাহিম আঃ তার সন্তানদের জন্য এ মর্মে দোয়া করেছিলেন। দোয়াটি হলোঃ-

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

উচ্চারণ: রাব্বিজ আলনী মুকীমাস সালা-তি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন। – সুরা ইব্রাহিম: ৪০

মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ হওয়ার দোয়া

যাদেরকে দেখে চক্ষু শীতল হয়ে যায় এবং তারা যেন মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ হতে পারে। দোয়াটি হলোঃ-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররাতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। – সূরা ফুরকান: ৭৪

সন্তানের উত্তম রিযিকের জন্য দোয়া

যেমনটি ইব্রাহীম আঃ তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। দোয়াটি হলোঃ-

رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

উচ্চারণ: রাব্বানা লিয়ুক্বিমুস সালাতা ফাঝআল আফ্‌ইদাতাম মিনান নাসি তাহ্‌ওয়ি ইলাইহিম ওয়ারযুক্হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।

অর্থ: হে আমার প্রতিপালক! তারা (সন্তান-সন্তুতি) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে। – সুরা ইবরাহিম: আয়াত ৩৭

Facebook-icon
X icon by Madbor
Youtube-icon
www

Leave a Reply