শির্ক করে ফেললে এ গুনাহ থেকে বাঁচার উপায় কী?
শির্ক এর গুনাহ থেকে বাঁচার উপায়
- ১. যারা এক বা একাধিক শির্ক জেনে বা না জেনে করে ফেলেছে ভয়াবহ এ পরিণতি থেকে তাদের বাঁচার পথ হলো খালেছ দিলে তাওবা করা ।
- ২. আবার ঈমান ও তাওহীদের প্রতি প্রত্যাবর্তন করা এবং সত্যিকারভাবে অনুতপ্ত হওয়া ।
- ৩. সর্বপ্রকার শির্কী আকীদা বিশ্বাস ও কর্মকাণ্ড সম্পূর্ণভাবে পরিত্যাগ করা এবং এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না করার দৃঢ় প্রত্যয়। ব্যক্ত করা।
আর এ তাওবা অবশ্যই জীবদ্দশায় হতে হবে; মৃত্যুর পরে নয়।
এভাবে হলে আল্লাহ তাআলা তার শির্কী গোনাহও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর তাওবা ছাড়া মৃত্যু হলে জাহান্নাম হবে চিরস্থায়ী।
আল্লাহু আলাম।
তথ্যসূত্র
- প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
- প্রথম অধ্যায় – তাহারাত বা পবিত্রতা
- অধ্যাপক মোঃ নূরুল ইসলাম