পাত্রে বিড়াল-কুকুরে মুখ দিলে তা কিভাবে পবিত্র করব?

পাত্রে বিড়াল-কুকুরে মুখ দিলে তা কিভাবে পবিত্র করব?

কুকুর যদি মুখ দেয়

হাড়ি-পাতিল ও বাসনপত্রে কুকুর মুখ দিলে পাত্রটি ৭ বার ভালো করে ধৌত করতে হবে । এর মধ্যে ৭ম বার অর্থাৎ শেষ বার মাটি দিয়ে বা সাবান দিয়ে ঘষেমেজে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে পাত্রটি পবিত্র হয়ে যাবে।

বিড়াল মুখ দিলে

আর বিড়ালে মুখ দিলে তা নাপাক হয় না। তখন তা সাধারণভাবে শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে ।

তথ্যসূত্র

প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

প্রথম অধ্যায় – তাহারাত বা পবিত্রতা

অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

Source: Hadithbd

Facebook-icon
X icon by Madbor
www
Youtube-icon

Leave a Reply