কোন ধরনের মোজার উপর মাসেহ করা জায়েয
যে সকল মোজার উপর মাসেহ জায়েয
চামড়ার তৈরি মোজার উপর মাসেহ করা জায়েয এ বিষয়ে সকল উলামায়ে কিরাম একমত। তবে পশমি, সুতি বা নাইলন এ জাতীয় মোজার উপর মাসেহ করার বিষয়ে উলামাদের দ্বিমত রয়েছে।
এ বিষয়ে অধিকাংশ আলেমগণের মতে, এ জাতীয় মোজার উপরও মাসেহ করা জায়েয। কারণ, এগুলোতে নাজায়েয হওয়ার পক্ষে কোন হাদীস নেই। আরবীতে চামড়ার মোজাকে খুফ বলে, আর সুতি বা পশমি মোজাকে বলে জাউরাব।
আবু দাউদ: ১৫৯
মুগীরা ইবন শূ’বা (রা) বলেন যে, রাসূলুল্লাহ (স) ওযূতে (সুতির) মোজা ও জুতার উপর মাসেহ করেছেন।”
এ হাদীস থেকে প্রমাণিত যে, সুতির মোজা এবং জুতা উভয়ের উপরই একসাথে মাসেহ করা জায়েয।
সূত্রঃ বাংলা হাদীস