You are currently viewing কুরআনের পথ – QuranerPoth

কুরআনের পথ – QuranerPoth

কুরআনের পথ – QuranerPoth – একটি বিশুদ্ধ ইসলাইক ওয়েবসাইট যা প্রচার করে কুরআন ও সুন্নাহ থেকে।

এখানে রয়েছেঃ pdf সমূহ

  • কুরআন
  • হাদীস
  • তাফসীর
  • গ্রন্থ
  • লেখক ভিত্তিক গ্রন্থ
  • ও প্রবন্ধ সমূহ ।

কুরআন নিয়ে চিন্তা

আল্লাহ্‌ বলেনঃ

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا

তবে কি তারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ?

  • যার কারণে কুরআনের অর্থ ও তাৎপর্য তাদের অন্তঃকরণে প্রবেশ করে না।

==তাফসীরে আহসানুল বায়ান

সহজে কুরআন এর উপদেশ গ্রহণ

আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

তাফসীরঃ এই সূরার মধ্যে تيسير قرآن তথা কুরআন সহজ করে দেওয়ার কথাটা বারবার উল্লেখ করার উদ্দেশ্য হল, এই কুরআন বোঝা ও তা মুখস্থ করা সহজ বানিয়ে দেওয়া মহান আল্লাহর একটি বড় অনুগ্রহ। তাই তাঁর কৃতজ্ঞতা থেকে উদাসীন হওয়া মানুষের উচিত নয়। – [আহসানুল বায়ান]

QP Logo

Leave a Reply