ওযু ভঙ্গ না হওয়ার কিছু কারণ

ওযু ভঙ্গ না হওয়ার কিছু কারণ

নিম্নবর্ণিত কোন ঘটনা ঘটলে ওযু ভঙ্গ হয় না; অথচ অনেকেরই সন্দেহ হয় যে, এতে ওযু বোধ হয় ভেঙে গেল ।

কারণ সমূহ

১. বসে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঝুলতে থাকলে ।
২. দেহ থেকে অল্প পরিমাণ রক্ত ঝরলে।
৩. খোস-পাঁচড়া, আঘাতজনিত কারণ বা কাশির সাথে অল্প পরিমাণ রক্ত ঝরলে ।
৪. নারীদেহ স্পর্শ করলে।
৫. শিশুর পেশাব-পায়খানা সাফ করলে বা এগুলো হাতে লেগে গেলে।
৬. হাঁটুর উপর কাপড় উঠে গেলে।
৮. ধূমপান করলে, যদিও এটা হারাম কাজ।
৯. অশ্লীল কথা বলে ফেললে, যদিও এটা নাজায়েয কাজ।
১০. নখ ও চুল কাটলে।
১১. মৃত দেহের ময়না তদন্ত করলে।

তথ্যসূত্রঃ বাংলা হাদীস .| Home | Facebook

Leave a Reply